Ami Kothay Pabo Tare song lyrics penned by Gagan Harkara, music composed by Gagan Harkara, and sung by Gagan Harkara.
Song | Ami Kothay Pabo Tare |
Singer | Gagan Harkara |
Music | Gagan Harkara |
Lyricst | Gagan Harkara |
Ami Kothay Pabo Tare Lyrics
আমি কোথায় পাবো তারে... লেখক ও গায়ক: গগণ হরকরার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে বেড়াই ঘুরে। লাগি সেই হৃদয়শশী সদা প্রাণ হয় উদাসী পেলে মন হত খুশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই অনল কেমন করে মরি হায় হায় রে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে ওরে দেখ না তোরা হৃদয় চিরে। দিব তার তুলনা কি যার প্রেমে জগৎ সুখী হেরিলে জুড়ায় আঁখি সামান্যে কি দেখিতে পারে তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে। মরি হায় হায় রে ও সে না জানি কি কুহক জানে অলক্ষ্যে মন চুরি করে। কুল মান সব গেল রে তবু না পেলাম তারে প্রেমের লেশ নাই অন্তরে তাইতে মোরে দেয় না দেখা সে রে। ও তার বসত কোথায় না জেনে তায় গগন ভেবে মরে মরি হায় হায় রে ও সে মানুষের উদ্দিশ যদি জানুস কৃপা করে আমার সুহৃদ হয়ে ব্যথায় ব্যথিত হয়ে আমায় বলে দে রে।
Watch Ami Kothay Pabo Tare Song Video
Ami Kothay Pabo Tare song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Gagan Harkara is the singer of this Ami Kothay Pabo Tare song.
This Ami Kothay Pabo Tare Song lyrics is penned by Gagan Harkara.