Amar Ontoray Amar Kolijay Lyrics by Nadia Dora is the latest Bangla song with music also given by Durbin Shah.Amar Ontoray Amar Kolijay song lyrics written by Durbin Shah.

amar-ontoray-amar-kolijay-lyrics-nadia-dora

Amar Ontoray Amar Kolijay Song Details

Song: Amar Ontoray Amar Kolijay
Singer: Nadia Dora
Lyrics: Durbin Shah
Music: Durbin Shah

Amar Ontoray Amar Kolijay Lyrics In Bengali

মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিলো চৌচির
কেমন শিকারী তীর মারিলো গো

বিষ মাখাইয়া তীরের মুখে
মারিলো তীর আমার বুকে
বিষ মারিয়া তীরের মুখে
মারিলো তীর আমার বুকে
দেহ থুইয়া প্রাণটি লইয়া যায় ..
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়

প্রেম শেল বিন্ধিলো বুকে
প্রেম শেল বিন্ধিলো বুকে মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়

প্রথমো যৌবন বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া গেলো ছাইড়া গেলো গো
(গেলো গো)
প্রথমো যৌবন বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া গেলো ছাইড়া গেলো গো

জ্বালাইলো যে প্রেমর আগুন
জল দিলে তা বাড়ে দ্বিগুণ
জ্বালাইলো যে প্রেমর আগুন
জল দিলে তা বাড়ে দ্বিগুণ
এখন আমি কি করি উপায় ..
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়

ইট কামলা ইট বানাইয়া
চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো
(দিলো গো)
ইট কামলা ইট বানাইয়া
চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো

ভেতরে পুড়িয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা
ভেতরে পুড়িয়া সারা
মাটি হইয়া যায় আঙ্গারা
দুর্বিন শাহ কয় এমন দশা আমারো বেলায় ..
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়

প্রেম শেল বিন্ধিলো বুকে
প্রেম শেল বিন্ধিলো বুকে মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়
আমার অন্তরায় আমার কলিজায়

Amar Ontoray Amar Kolijay Music Video

Share your love