Ure gache Lyrics from Parbona Ami Charte Toke is the latest Bangla song sung by Ash King, Monali Thakur with music also given by Indradeep Dasgupta.Ure gache song lyrics written by Prasen.

ure-gache-lyrics-ash-king

Ure gache Song Details

Song: Ure gache
Movie: Parbona Ami Charte Toke
Singer: Ash King, Monali Thakur
Lyrics: Prasen
Music: Indradeep Dasgupta

Ure gache Lyrics

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

এভাবে চলবে আর কদিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে
ধরিয়ে দে আগুন

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

এভাবে চলবে আর কদিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে
ধরিয়ে দে আগুন

খেয়ালি এ হাওয়া তোকে
কিছু বলছে না আর
নিজেরই মনে সে
একা একা ভাঙছে পাহাড়
খেয়ালি এ হাওয়া তোকে
কিছু বলছে না আর
নিজেরই মনে সে
একা একা ভাঙছে পাহাড়

এভাবে চলবে আর কদিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে
ধরিয়ে দে আগুন

না যদি সে আসে ভাসে
কিনা দু’চোখের কোণ
সেই গাঁথা সেই ব্যথা
হাসিদের কাছে গিয়ে শোন
না যদি সে আসে ভাসে
কিনা দু’চোখের কোণ
সেই গাঁথা সেই ব্যথা
হাসিদের কাছে গিয়ে শোন

এভাবে চলবে আর কদিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে
ধরিয়ে দে আগুন

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

এভাবে চলবে আর কদিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে
ধরিয়ে দে আগুন

Ure gache Music Video

Share your love