Tumi Akasher Buke Lyrics by Khalid (Bangladesh) is the latest Bangla song with music also given by Jewel Bab.Tumi Akasher Buke song lyrics written by Tarun Munshi.

Tumi Akasher Buke Song Details

Song: Tumi Akasher Buke
Singer: Khalid (Bangladesh)
Lyrics: Tarun Munshi
Music: Jewel Bab

Tumi Akasher Buke Lyrics

তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া

আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা?
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া

শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন
আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া

তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না, লাগে না জোড়া
লাগে না, লাগে না জোড়া

Tumi Akasher Buke Music Video

Share your love