Tomar Ghore Bosot Kore Koyjona Lyrics by Anirban Sur is the latest Bangla song with music also given by Man D.Tomar Ghore Bosot Kore Koyjona song lyrics written by Anirban Sur.

tomar-ghore-bosot-kore-lyrics

Tomar Ghore Bosot Kore Koyjona Song details

Song: Tomar Ghore Bosot Kore Koyjona
Singer: Anirban Sur
Lyrics: Anirban Sur
Music : Man D 

Tomar Ghore Bosot Kore Koyjona Lyrics

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন (x2)
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন (x2)
ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম (x2)
সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।

Tomar Ghore Bosot Kore Koyjona Music Video

Share your love