Thekechi Bhabe Arite Lyrics from Kothamrito is the latest Bangla song sung by Rupankar Bagchi, Anweshaa Dutta Gupta with music also given by Prasen Mainak.Thekechi Bhabe Arite song lyrics written by Prasenjit Mukherjee.
Thekechi Bhabe Arite Song details
Song: | Thekechi Bhabe Arite |
Movie: | Kothamrito |
Singer: | Rupankar Bagchi, Anweshaa Dutta Gupta |
Lyrics: | Prasenjit Mukherjee |
Music: | Prasen Mainak |
Thekechi Bhabe Arite Lyrics In Bengali
থেকেছি ভাবে আড়িতে
খেলেছি বেলোয়ারিতে
মনের আলমারিতে
গন্ধ তোর শাড়িদের
গেলো না তোর খুনসুটি
পাঁচিল ধরে চল ছুটি
পাঁচমেশালী বায়না তোর
হয়েছে আজ রোজ রুটিন
কাপড় মেলা রোদে
খুঁজেছি শব্দদের
আটকে গেছে কোথায় মাঝের পথে
আনবো খুঁজে আমি
সাধের হিরে-মানিক
অল্প কিছু ব্যেথা আর পরীদের
থেকেছি ভাবে আড়িতে
খেলেছি বেলোয়ারিতে
মনের আলমারিতে
গন্ধ তোর শাড়িদের
তোরই জলেতে ছলাৎ ছলেতে
কাবু হয়েছি আমি
বলিনা কিছু রোজ তোর পিছু
পাহাড়ি ঝর্ণাতে নামি
কেউ যদি দেখে বলবে কি লোকে
ধরেছে ভীমরতি
হাজারও না ভেবে মেতে যা হুজুগে
পর্দারা নিয়েছে ছুটি –
মিলিয়ে রেখেছে পায়ে পা ..
কাপড় মেলা রোদে
খুঁজেছি শব্দদের
আটকে গেছে কোথায় মাঝের পথে
আনবো খুঁজে আমি
সাধের হিরে-মানিক
অল্প কিছু ব্যেথা আর পরীদের
থেকেছি ভাবে আড়িতে
খেলেছি বেলোয়ারিতে
মনের আলমারিতে
গন্ধ তোর শাড়িদের
গেলো না তোর খুনসুটি
চল পাঁচিল ধরে চল ছুটি
পাঁচমেশালী বায়না তোর
হয়েছে আজ রোজ রুটিন