Shyama Maa Ki Amar Kalo Lyrics by Amrita Dutta is the latest Bangla song with music also given by Chitta Roy.Shyama Maa Ki Amar Kalo song lyrics written by Chitta Roy.

shyama-maa-ki-amar-kalo-lyrics

Shyama Maa Ki Amar Kalo Song details

Song: Shyama Maa Ki Amar Kalo
Singer: Amrita Dutta
Lyrics: Sadhak Kamalakanta
Music: Chitta Roy

Shyama Maa Ki Amar Kalo Lyrics

শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো
লোকে বলে কালী কালো
আমার মন তো বলেনা কালো রে
কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলো রে
শ্যামা মা কি আমার কালো

শ্যামা কখনো শ্বেত কখনো পীত
কখনো নীললোহিত রে
শ্যামা কখনো শ্বেত কখনো পীত
কখনো নীললোহিত রে
মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি
সে ভাব কেমন বুঝিতে না পারি
ভাবিতে জনম গেল রে
শ্যামা মা কি আমার কালো
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো

শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি
কখনো সুনাকার হে
শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি
কখনো সুনাকার হে
মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত
মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত
সহজে পাগল হলোরে
শ্যামা মা কি আমার কালো

শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো
লোকে বলে কালী কালো
আমার মন তো বলেনা কালো রে
কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলো রে
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো

Shyama Maa Ki Amar Kalo Music Video

Share your love