Raat Jaga Golpo Lyrics by Anwesshaa, Barenya Saha is the latest Bangla song with music also given by Barenya Saha.Raat Jaga Golpo song lyrics written by Alamin Islam.
Raat Jaga Golpo Song Details
Song: | Raat Jaga Golpo |
Singer: | Anwesshaa, Barenya Saha |
Lyrics: | Alamin Islam |
Music: | Barenya Saha |
Raat Jaga Golpo Lyrics
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম
যত না বলা কথার উড়োখাম
তুমি রাত জাগা গল্প হও
ঝরা পাতার মত নিস্বঃ নও
আমি তোমার ছায়ায় গা ভাসালাম
যেখানে সব কথারা শেষ
সেখানে তোমায় পেলাম
যেখানে মন যায় অকারণ
আজ থেকে তোমার হলাম
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম
যত না বলা কথার উড়োখাম
তুমি আবছা রাতের রংমশাল
খুব কাটছে ভালো দিনকাল
যা বাকি ছিল সবই তো দিলাম
চেনা সুর কথা হোক
হাতে হাত চোখে চোখ
মন আমারি হলো ঘুড়ি কোনো দেশে
যদি আলো নিভে যায়
যদি চোখ ভিজে যায়
তবু দুজনে যাবো ভেসে ভেসে
তুমি আমি মন জলে
পাশাপাশি কোনো নৌকো ভাসালাম
যত কিছু পেয়েছি হতে চেয়েছি
শুধু তোমারি চেনা নাম ..
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম
যত না বলা কথার উড়োখাম
তুমি রাত জাগা গল্প হও
ঝরা পাতার মত নিস্বঃ নও
আমি তোমার ছায়ায় গা ভাসালাম
যেখানে সব কথারা শেষ
সেখানে তোমায় পেলাম
যেখানে মন যায় অকারণ
আজ থেকে তোমার হলাম
তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম
যত না বলা কথার উড়োখাম