Pyarelal Lyrics from Dui Prithibi is the latest Bangla song sung by Richa Sharma, Anand Raj Anand with music also given by Samidh, Rishi.Pyarelal song lyrics written by Samidh.

pyarelal-lyrics-dui-prithibi

Pyarelal Song Details

Song: Pyarelal
Movie: Dui Prithibi
Singer: Richa Sharma, Anand Raj Anand
Lyrics: Samidh
Music: Samidh, Rishi

Pyarelal Lyrics

আ আ
আমার দিলের উইলে লিখে দেব
যার নামরে হায়
আমার উইলে লিখে দেব যার নামরে!
সে আমার প্যায়ারেলাল রে!
প্যায়ারেলাল রে!

প্যায়ারেলাল হায় হায় প্যায়ারেলাল (২)
আমার দিলের উইলে লিখে দেব
যার নামরে হায়
আমার দিলের উইলে লিখে দেব
যার নামরে
সে আমার প্যায়ারেলাল রে
প্যায়ারেলাল রে
সে আমার প্যায়ারেলাল রে
আমার প্রেমের ফাঁদে ফেঁসে যাবে
যে মালরে
সে আমার প্যায়ারেলাল রে
প্যায়ারেলাল রে
সে আমার প্যায়ারেলাল রে
প্যায়ারেলাল রে প্যায়ারেলাল রে (২)

হে হে হে হে হে হে হে হে
চল হাটা হাটা হাটা এসব আঁতেল কথা
শোন দিল কী রানী, ডোন্ট বি ফানি
আই এম ইওর রাজা (২)

আমার রূপের নজর হায়
যে আমার রূপের নজর
বেশি দেবে রুপিয়ার চেয়ে
সে আমার প্যায়ারেলাল রে
প্যায়ারেলাল রে
সে আমার প্যায়ারেলাল রে
প্যায়ারেলাল রে প্যায়ারেলাল রে (২)

ও হে হে লা লা লা লা লা লা লা লা লা লা লা লা

ও নেশা নেশা, হো নেশা নেশা
নেশা নেশা লেগেছে প্রেমের নেশা
তাই মজনু দেবে লায়লাকে শশা
হায় নেশা নেশা লেগেছে প্রেমের নেশা
তাই মজনু দেবে লায়লাকে শশা

হায় রসেতে
রসেতে ডুবেছে জাওয়ানীর আগুন
থামালেও থামেনা এই প্রেমের ফাগুন (২)
নেশা নেশা লেগেছে প্রেমের নেশা
তাই মজনু অ্যা অ্যা অ্যা অ্যা!
হে নেশা নেশা লেগেছে প্রেমের নেশা
তাই মজনু দেবে লায়লাকে শশা (২)

জয় শম্ভু, জয় শম্ভু, জয় শঙ্কর, বোম শঙ্কর
ব্যোম ব্যোম ব্যোম ব্যোম ব্যোম ব্যোম
ব্যোম ব্যোম ব্যোম ব্যোম ব্যোম ব্যোম
জয় শঙ্কর, জয় শঙ্কর, জয় শঙ্কর

ও নেশা নেশা, হো নেশা নেশা
নেশা নেশা লেগেছে প্রেমের নেশা
জাগে লায়লা মজনুর মনে ভালোবাসা
হে নেশা লেগেছে প্রেমের নেশা
জাগে লায়লা মজনুর মনে ভালোবাসা

জবাবে হায় ওয়ে ওয়ে ওয়ে
জবাবে লেগেছে নামক প্রেমের
ক্রমশ বেড়েছে যে চমক দিলের (২)
নেশা লেগেছে প্রেমের নেশা
জাগে লায়লা মজনুর মনে ভালোবাসা
নেশা নেশা লেগেছে প্রেমের নেশা
জাগে লায়লা মজনুর মনে ভালোবাসা

তোর দিলের উইলে,তোর দিলের উইলে
স্ট্যাম্প মেরে লিখে দেব যে
আমি তোর, আমি তোর, আমি তোর
প্যায়ারেলাল রে প্যায়ারেলাল রে
আমি তোর প্যায়ারেলাল রে
তোর দিলের উইলে স্ট্যাম্প মেরে লিখে দেব যে
লিখে দেব যে, আ লিখে দেব যে
আমি তোর (প্যায়ারেলাল)
আমি তোর (প্যায়ারেলাল)
আমি তোর প্যায়ারেলাল রে
প্যায়ারেলাল রে
আমি তোর প্যায়ারেলাল রে
আরে প্যায়ারেলাল রে
আমি তোর প্যায়ারেলাল রে

Pyarelal Music Video

Share your love