Ovimani Roddure Lyrics by Habib Wahid, Nandita is the latest Bangla song with music also given by Aamlaann Chakraabarty.Ovimani Roddure song lyrics written by Sanjukta Saha Mishu.

Ovimani Roddure Song Details

Song: Ovimani Roddure
Singer: Habib Wahid, Nandita 
Lyrics: Sanjukta Saha Mishu
Music: Aamlaann Chakraabarty

Ovimani Roddure Lyrics In Bengali

অভিমানী রোদ্দুরে
মেঘ জমেছে চুপ করে
খামখেয়ালি দিন জুড়ে
রূপকথা মন যায় উড়ে

অভিমানী রোদ্দুরে
মেঘ জমেছে চুপ করে
খামখেয়ালি দিন জুড়ে
রূপকথা মন যায় উড়ে।

এলোমেলো হাওয়া
আলতো ভালোলাগা
মিঠে গল্প সাজায়

আ.. এলোমেলো হাওয়া
আলতো ভালোলাগা
তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়

প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই।

এলোমেলো হাওয়ায়
শুধু তুমি ছুঁয়ে যাও
ঝরে যাওয়া পাতায়
শুধু গল্প বুনে যাও

আমারি ঘুমঘোরে
স্মৃতিরা খেলা করে
ভাবছি শুধুই তোমায়
আ.. আমারি ঘুমঘোরে
স্মৃতিরা খেলা করে
ভাবছি শুধুই তোমায়

প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই।

চোখের অভিমানে
নোনা জলে মিশে যাও
সুরের ভেজা মেঘে
তুমি বৃষ্টি হয়ে যাও

আমায় ডেকে বলো
সন্ধ্যে হয়ে এলো
হাতটা বাড়িয়ে ধরো
আমায় ডেকে বলো
সন্ধ্যে হয়ে এলো
হাতটা একটু ধরো

প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই

একমুঠো আদরে
চোখ ভরা কাজলে
হেরে যাওয়া আমি

Ovimani Roddure Music Video

Share your love