Ore Nil Doriya Lyrics from Sareng Bou is the latest Bangla song sung by Abdul Jabbar with music also given by Alom Khan.Ore Nil Doriya song lyrics written by Mukul Chowdhury.

ore-nil-doriya-lyrics-abdul-jabbar

Ore Nil Doriya Song Details

Song: Ore Nil Doriya
Movie: Sareng Bou
Singer: Abdul Jabbar
Lyrics: Mukul Chowdhury
Music: Alom Khan

Ore Nil Doriya Lyrics

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া (x2)

কাছের মানুষ দুরে থুইয়া
মরি আমি ধড়-ফড়াইয়া রে (x2)
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া হায়রে
কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে (x2)
নোঙর ফেলি ঘাটে ঘাটে
নোঙর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া..

Ore Nil Doriya Music Video

Share your love