Oi Mahasindhur Opar Theke Lyrics by Manna Dey is the latest Bangla song with music also given by Dwijendralal Roy.Oi Mahasindhur Opar Theke song lyrics written by Dwijendralal Roy.
Oi Mahasindhur Opar Theke Song details
Song: | Oi Mahasindhur Opar Theke |
Singer: | Manna Dey |
Lyrics: | Dwijendralal Roy |
Music: | Dwijendralal Roy |
Oi Mahasindhur Opar Theke Lyrics In Bengali
ওই মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে
ওই মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে
কে ডাকে কাতর প্রাণে মধুর তানে
আয় চলে আয়
ওরে আয় চলে আয় আমার পাশে
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে
বলে আয়রে ছুটে আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু নাইকো জরা
বলে আয়রে ছুটে আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু নাইকো জরা
হেথা বাতাস গীতি-গন্ধভরা
চির স্নিগ্ধ মধুমাসে
হেথা চির-শ্যামল বসুন্ধরা
চির- জ্যোৎস্না নীল আকাশে
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে
কেন ভুতের বোঝা বহিস পিছে
ভুতের বেগার খেটে মরিস মিছে
দেখ ঐ সুধাসিন্ধু উচ্ছলিছে
পূর্ণ ইন্দু পরকাশে
ভুতের বোঝা ফেলে
ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে
মহা সিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে
কেন কারা গ্রিহে আছিস বন্ধ
ওরে ওরে মূঢ় ওরে অন্ধ
কেন কারা গ্রিহে আছিস বন্ধ
ওরে ওরে মূঢ় ওরে অন্ধ
ভবে সেই সে পরমানন্দ
যে আমারে ভালবাসে
কেন ঘরের ছেলে পরের কাছে
পড়ে আছিস পরবাসে
মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে
ঐ মহাসিন্ধুর ওপার থেকে