Ogo Shono Ke Bajay Lyrics by Sahana Bajpaie is the latest Bangla song with music also given by Samantak Sinha.Ogo Shono Ke Bajay song lyrics written by Rabindranath Tagore.
Ogo Shono Ke Bajay Song details
Song: | Ogo Shono Ke Bajay |
Singer: | Sahana Bajpaie |
Lyrics: | Rabindranath Tagore |
Music: | Samantak Sinha |
Ogo Shono Ke Bajay Lyrics In Bengali
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়
অধর ছুঁয়ে বাঁশিখানি
চুরি করে হাসিখানি
অধর ছুঁয়ে বাঁশিখানি
চুরি করে হাসিখানি
বধুর হাসি মধুর গানে
প্রাণের পানে ভেসে যায়
বধুর হাসি মধুর গানে
প্রাণের পানে ভেসে যায়
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়
কুঞ্জবনের ভ্রমর বুঝি
বাঁশির মাঝে গুঞ্জরে
বকুলগুলি আকুল হয়ে
বাঁশির গানে মুঞ্জরে
যমুনারই কলতান
কানে আসে কাঁদে প্রাণ
যমুনারই কলতান
কানে আসে কাঁদে প্রাণ
আকাশে ওই মধুর বিধু
কাহার পানে হেসে চায়
আকাশে ওই মধুর বিধু
কাহার পানে হেসে চায়
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়