Ogo Mahamaya Lyrics by Lahona Das is the latest Bangla song with music also given by Pritam Deb.Ogo Mahamaya song lyrics written by Dibyadyuti Biswas.
Ogo Mahamaya Song Details
Song: | Ogo Mahamaya |
Singer: | Lahona Das |
Lyrics: | Dibyadyuti Biswas |
Music: | Pritam Deb |
Ogo Mahamaya Lyrics In Bengali
দেবী প্রপন্নার্ত্তি হরে প্রসীদ
প্রসীদ মার্তজগতোখিলস্য
প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং
ত্বমীশ্বরী দেবী চরাচরস্য
ওগো মহামায়া তুমি দুর্গতিনাশিনী
দূর্গে দূর্গা অসুরবিনাশিনী
ওগো মহামায়া তুমি দুর্গতিনাশিনী
দুর্গে দূর্গা অসুরবিনাশিনী
গিরিরাজ নন্দিনী শিব সোহাগিনী
তুমি মা দূর্গা কমলাকামিনী
শক্তি রূপে হও তুমি যে মা
তুমি মা দূর্গা জগতের ত্রাতা
ওগো মহামায়া তুমি
ভেসে আসে শঙ্খ ধ্বনি সুরে সুরে
আগমনী শিশির ভেজা
প্রভাতী গানের সুরে
নীলাকাশে মেঘের শুভ্র পালক ওড়ে
শিউলি সুবাসী মন
উঠলো যে ভরে
গিরিরাজ নন্দিনী শিব সোহাগিনী
তুমি মা দূর্গা কমলাকামিনী
দুর্গে দূর্গা অসুরবিনাশিনী
ওগো মহামায়া তুমি
আলতা রাঙা পায়ের
ছোঁয়ায় উদাসী মন
নবরূপে দেখি তোমায়
ভেজে দুচোখের কোন
নীরবে এসে দাঁড়া তুমি ত্রিনয়নী
ঊষার আলো আভায়
তোমার আগমনী
ওগো মহামায়া তুমি দুর্গতিনাশিনী
দুর্গে দূর্গা অসুরবিনাশিনী
ওগো মহামায়া তুমি