Odrissho Nupur Lyrics by Liza is the latest Bangla song with music also given by Masum Wahidur Rahman.Odrissho Nupur song lyrics written by Razu Choudhury.
Odrissho Nupur Song Details
Song: | Odrissho Nupur |
Singer: | Liza |
Lyrics: | Razu Choudhury |
Music: | Masum Wahidur Rahman |
Odrissho Nupur Lyrics In Bengali
একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারো
তুমি চাইলে আমি চাঁদ হবো নীল আকাশে
চাইলে আমি মেঘ হয়ে বৃষ্টি হবো অনায়াসে
তুমি চাইলে আমি পাবোনা যে তোমার ভালোবাসা
ভালোবাসাটা তুমি তোমার মতই করো
হুঁ.. একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারো
আলতা পায়ে নূপুর বেজেছিলো আমার
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন
আলতা পায়ে নূপুর বেজেছিলো আমার
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন
রাতজাগা প্রহর কুয়াশা ভরা ভোর
আমার আদর তোমার কাছে
হারিয়ে যাওয়া কোন স্বপ্ন এলোমেলো
আঁকা বাঁকা সব হয়েছিলো যেন
ভাগ্য বদলে এখন তুই অন্য কারো
রিনঝিন রিনঝিন নূপুর পায়ে যেন
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন
ভালোবাসা তোমার আমার মিছে আশা
ছিলাম আমি তোমার ক্ষণিক পিয়াসা
হুঁ.. ভালোবাসা তোমার আমার মিছে আশা
ছিলাম আমি তোমার ক্ষণিক পিয়াসা
যতক্ষণ আমি ছিলাম পাশে
যে ভলোবাসা বেসেছো আমাকে
হতাশা এ মন কষ্টে এলোমেলো
বোঝা হলো ভুল অনেক সময়ের পরে
আমি কার তুমি কার
রিনঝিন রিনঝিন নূপুর পায়ে যেন
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন
একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারও
তুমি চাইলে আমি চাঁদ হবো নীল আকাশে
চাইলে আমি মেঘ হয়ে বৃষ্টি হবো অনায়াসে
তুমি চাইলে আমি পাবোনা যে তোমার ভালোবাসা
ভালোবাসাটা তুমি তোমার মতোই করো
হুঁ.. একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারো