Home » Bangla » Nissho Korecho Amay Lyrics – Miles

Nissho Korecho Amay Lyrics – Miles

Nissho Korecho Amay Lyrics by Miles is the latest Bangla song with music also given by Miles.Nissho Korecho Amay song lyrics written by Miles.

nissho-korecho-amay-lyrics-miles

Nissho Korecho Amay Song Details

Song: Nissho Korecho Amay
Singer: Miles
Lyrics: Miles
Music: Miles

Nissho Korecho Amay Lyrics

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায় (x2)

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না

আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না

অকারণ অভিমানে তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও
আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও
হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না

Nissho Korecho Amay Music Video

Share your love