Maa Tor Koto Rongo Dekhbo Bol Lyrics by Debolinaa Nandy is the latest Bangla song with music also given by Arghya Babi dutta.Maa Tor Koto Rongo Dekhbo Bol song lyrics written by Traditional.

maa-tor-koto-rongo-dekhbo-bol-lyrics

Maa Tor Koto Rongo Dekhbo Bol Song Details

Song: Maa Tor Koto Rongo Dekhbo Bol
Singer: Debolinaa Nandy 
Lyrics: Traditional
Music: Arghya Babi dutta

Maa Tor Koto Rongo Dekhbo Bol Lyrics

মা তোর কত রঙ্গ দেখবো বল
মা তোর কত রঙ্গ দেখবো বল
আর কত কাল সইবো এ ছল
মা তোর কত রঙ্গ দেখবো বল

কারে তুই দিস মা ফেলে
কারে আবার নিস মা তুলে
এই ফেলা তোলার ভবের খেলা
সবই কি তোর দয়ার ফল
ফেলা তোলার ভবের খেলা
সবই কি তোর দয়ার ফল
মা তোর কত রঙ্গ দেখবো বল
মা তোর কত রঙ্গ দেখবো বল।

কখন মা রূপ দেখি তোর
এলোকেশীর সর্বনাশী
কখন মা নয়নে তোর
কখন মা নয়নে তোর
শাসন স্নেহের অমল হাসি

জনমেতে তোরই কোলে
মরণেতেও নিস মা কোলে
জনমেতে তোরই কোলে
মরণেতেও নিস মা কোলে
মায়ের কোলে ঘুমায় ছেলে
এ শান্তি মা কোথায় বল
মায়ের কোলে ঘুমায় ছেলে
এ শান্তি মা কোথায় বল
মা তোর কত রঙ্গ দেখবো বল
মা তোর কত রঙ্গ দেখবো বল
আর কত কাল সইবো এ ছল
মা তোর কত রঙ্গ দেখবো বল
মা তোর কত রঙ্গ দেখবো বল

Maa Tor Koto Rongo Dekhbo Bol Music Video

Share your love