Home » Bangla » Kemone Chinibo Tomare Lyrics (কেমনে চিনিব তোমারে) – Folk Song

Kemone Chinibo Tomare Lyrics (কেমনে চিনিব তোমারে) – Folk Song

Kemone Chinibo Tomare Lyrics by Pousali Banerjee is the latest Bangla song with music also given by Pankaj, Anirban.Kemone Chinibo Tomare song lyrics wrtten by Shah Abdul Karim.

kemone-chinibo-tomare-lyrics

Kemone Chinibo Tomare Song Details

Song: Kemone Chinibo Tomare
Singer: Pousali Banerjee
Lyrics: Shah Abdul Karim
Music: Pankaj, Anirban 

Kemone Chinibo Tomare Lyrics In Bengali

দেখা দেওনা কাছে নেওনা
আর কত থাকি দূরে
দেখা দেওনা কাছে নেওনা
আর কত থাকি দূরে
কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে
কেমনে চিনিবো তোমারে
মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে

মায়া জালে বন্দি হয়ে
আর কত কাল থাকিব
মনে লয় সব ছাড়িয়া
তোমারে খুঁজে নিব
আশা রাখি আলো পাবো
ডুবে যাই অন্ধকারে
আশা রাখি আলো পাবো
ডুবে যাই অন্ধকারে
কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে

তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই
ভাবতেছি তাই অন্তরে
কোন সাগরে খেলতেছ লাই
ভাবতেছি তাই অন্তরে
কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধনহে কেমনে চিনিবো তোমারে
কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধন হে কেমনে চিনিবো তোমারে

বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
বাউল আব্দুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন
থাকো ভক্তের অন্তরে
ভক্তের অধীন হও চিরদিন
থাকো ভক্তের অন্তরে
কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে
দেখা দেওনা কাছে নেওনা
আর কত থাকি দূরে
দেখা দেওনা কাছে নেওনা
আর কত থাকি দূরে
কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে
কেমনে চিনিবো তোমারে
মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে

Kannalane Song Music Video

Share your love