Jodi Jantem Lyrics by Kamalika Chakraborty is the latest Bangla song with music also given by Malay Das.Jodi Jantem song lyrics written by Rabindranath Tagore.

jodi-jantem-lyrics-rabindra-sangeet

Jodi Jantem Song details

Song: Jodi Jantem
Singer: Kamalika Chakraborty
Lyrics: Rabindranath Tagore
Music: Malay Das

Jodi Jantem Lyrics

যদি জানতেম আমার কিসেরও ব্যথা
তোমায় জানাতাম যদি জানতেম
কে যে আমায় কাঁদায়
কে যে আমায় কাঁদায়
আমি কী জানি তার নাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা
তোমায় জানাতাম যদি জানতেম

কোথায় যে হাত বাড়াই মিছে
ফিরি আমি কাহার পিছে (x2)
সব যেন মোর বিকিয়েছে
পাই নি তাহার দাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা
তোমায় জানাতাম যদি জানতেম

এই বেদনার ধন সে কোথায়
ভাবি জনম ধরে
ভুবন ভরে আছে যেন
পাই নে জীবন ভরে (x2)

সুখ যারে কয় সকল জনে
বাজাই তারে ক্ষণে ক্ষণে (x2)
গভীর সুরে চাই নে চাই নে
গভীর সুরে চাই নে চাই নে
বাজে অবিশ্রাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা
তোমায় জানাতাম যদি জানতেম
কে যে আমায় কাঁদায়
কে যে আমায় কাঁদায়
আমি কী জানি তার নাম..
যদি জানতেম আমার কিসেরও ব্যথা
তোমায় জানাতাম যদি জানতেম

Jodi Jantem Music Video

Share your love