Je Kota Din Tumi Chile Pashe Lyrics from Baishey Srabon is the latest Bangla song sung by Shreya Ghoshal, Saptarshi Mukherjee with music also given by Anupam Roy.Je Kota Din Tumi Chile Pashe song lyrics written by Anupam Roy.
Je Kota Din Tumi Chile Pashe Song Details
Song: | Je Kota Din Tumi Chile Pashe |
Movie: | Baishey Srabon |
Singer: | Shreya Ghoshal, Saptarshi Mukherjee |
Lyrics: | Anupam Roy |
Music: | Anupam Roy |
Je Kota Din Tumi Chile Pashe Lyrics
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালবাসা
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো
তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে
ট্রাফিকের এই ক্যকোফোনি
আমাদের স্বপ্ন চুষে খায়
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালবাসা
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে
আমরা স্রোত কুড়োতে যাই
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালবাসা
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়ালঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো
তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি
তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি