Home » Bangla » Eka Chilam Chilam Valo Lyrics (একা ছিলাম ছিলাম ভালো) – Dipra

Eka Chilam Chilam Valo Lyrics (একা ছিলাম ছিলাম ভালো) – Dipra

Eka Chilam Chilam Valo Lyrics by Dipra And Durjoy Brother is the latest Bangla song with music also given by Shovon Ahmed.Eka Chilam Chilam Valo song lyrics written by Hasan Motiur Rahman.

eka-chilam-chilam-valo-lyrics

Eka Chilam Chilam Valo Song details

Song: Eka Chilam Chilam Valo
Singer: Dipra And Durjoy Brother
Lyrics: Hasan Motiur Rahman
Music: Shovon Ahmed

Eka Chilam Chilam Valo Lyrics In Bengali

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা
একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা
ও তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে

পিরিতি শিখাইয়া ভাবে তে মজাইয়া
পিরিতি শিখাইয়া ভাবে তে মজাইয়া
আজও এলে না ফিরে
ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে

ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে
ভুলিবেনা মোরে কভু এই জীবনও গেলে
নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে
ওরে ভুলিবেনা মোরে কভু এ জীবনও গেলে
ও আমি কোনখানে যাবো গেলে তোমারে পাবো
আমি কোনখানে যাবো গেলে তোমারে পাবো
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা
ও তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে
ভাসাইয়া আমায় চোখের জলে

Eka Chilam Chilam Valo Music Video

Share your love