E Amar Gurudakshina Lyrics from Guru Dakshina is the latest Bangla song sung by Kishore Kumar with music also given by Bappi Lahiri.E Amar Gurudakshina song lyrics written by Bhabesh Kundu.

e-amar-gurudakshina-lyrics-kishore-kumar

E Amar Gurudakshina Song Details

Song: E Amar Gurudakshina
Movie: Guru Dakshina
Singer: Kishore Kumar
Lyrics: Bhabesh Kundu
Music: Bappi Lahiri

E Amar Gurudakshina Lyrics

এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম
এ আমার গুরুদক্ষিণা

ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়
ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম
এ আমার গুরুদক্ষিণা

বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর
সবাকার পদরেণু মাথায় নিলাম
সবাকার পদরেণু মাথায় নিলাম
এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম
এ আমার গুরুদক্ষিণা …

E Amar Gurudakshina Music Video

Share your love