Dukkho Bilash Lyrics by Artcell is the latest Bangla song with music also given by Artcell.Dukkho Bilash song lyrics written by Artcell.

dukkho-bilash-lyrics-artcell

Dukkho Bilash Song Details

Song: Dukkho Bilash
Singer: Artcell
Lyrics: Artcell
Music: Artcell

Dukkho Bilash Lyrics

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা?

ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।

ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।

তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?

ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।

ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়,
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই?
আ হা.. হা..

Dukkho Bilash Music Video

Share your love