Dhana Dhanya Pushpa Bhara song lyrics penned by Dwijendralal Roy, music composed by Dwijendralal Roy, and sung by Calcutta Choir.


Dhana Dhanya Pushpa Bhara  song lyrics


Song Dhana Dhanya Pushpa Bhara
Singer Calcutta Choir
Music Dwijendralal Roy
Lyricst Dwijendralal Roy

Dhana Dhanya Pushpa Bhara Lyrics In Bengali

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

Watch Dhana Dhanya Pushpa Bhara Song Video

Dhana Dhanya Pushpa Bhara song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Calcutta Choir is the singer of this Dhana Dhanya Pushpa Bhara song.

This Dhana Dhanya Pushpa Bhara Song lyrics is penned by Dwijendralal Roy.

Share your love