Dekho Manashi song lyrics penned by Rupam Islam, music composed by Fossils, and sung by Rupam Islam.
Song | Dekho Manashi |
Singer | Rupam Islam |
Music | Fossils |
Lyricst | Rupam Islam |
Dekho Manashi Lyrics
দেখো মানসী ওই দিগন্তে দেখো ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালবাসায় ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ করতে চাই না আমি তর্ক ভীষণ আমার দিক থেকে আজও তোমাকেই ভালবেসে যাই ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় .. আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় .. হুঁ.. অজানা কী নীল ফুল গোছাগোছা ছিল আঁকা তোমার পোশাকে তুমি পরে আসতে সবসময় সবসময় সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয় বাতাস তোমার আসবার কথা বয়ে আনলেই আমি অপেক্ষা করতাম তোমায় ছোঁয়ার ছোঁয়ার .. তুমি পাশে এসে বসতেই কেটে যেত সময়টা আর এভাবেই কেটে গেছে সময় আমার .. হুঁ.. ইয়ে .. শোনো মানসী শোনো কারও হাহাকার দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে আরেকবার শুধু একবার … দেখো মানসী ওই দিগন্তে দ্যাখো ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে কাছে ডাকবার শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে ঘরে ফেরাবার মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু সেই যে হয়েছে তাকে শেষ করা যায়নি আজও আজও .. মানসী জানি না কোথায় তুমি এ মুহূর্তে অনিশ্চয়তা নিয়ে কেমনভাবে বেঁচে আছো ? তোমার চলে যাওয়ার আকস্মিকতায় ভেঙে গেছি আমি আর শেষ হয়ে গেছে প্রত্যয় প্রত্যয় .. মৃত্যু ভয় আমার কোনওদিনই ছিল না জাঁকিয়ে বসেছে আমায় এখন জীবনের ভয় .. শোনো মানসী শোনো কারও হাহাকার দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে আরেকবার শুধু একবার .. দেখো মানসী ওই দিগন্তে দ্যাখো ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে কাছে ডাকবার শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে ঘরে ফেরাবার ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছো উজ্জ্বলতায় .. আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায়
Watch Dekho Manashi Song Video
Dekho Manashi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Rupam Islam is the singer of this Dekho Manashi song.
This Dekho Manashi Song lyrics is penned by Rupam Islam.