Chand Keno Asena Amar Ghore Lyrics In Bengali by Raghab Chatterjee is the latest Bangla song with music also given by Chiradip Dasgupta.Chand Keno Asena Amar Ghore song lyrics written by Sumit Samaddar.
Chand Keno Asena Amar Ghore Song Details
Song: | Chand Keno Asena Amar Ghore |
Singer: | Raghab Chatterjee |
Lyrics: | Vairamuthu |
Music: | Chiradip Dasgupta |
Chand Keno Asena Amar Ghore Lyrics In Bengali
চাঁদ কেন.. আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ওও ..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে
দিন যায় রাত যায়, বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই
চোখ চায়, মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবি আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে..
চাঁদ কেন আসেনা আমার ঘরে..
জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে এ আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে..
চাঁদ তবু আসেনা আমার ঘরে
হো.. চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেন আসেনা আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও..
চাঁদ কেন ….