Bhalobasha Keno Emon Hoy Lyrics by Mahtim Shakib is the latest Bangla song with music also given by Shovon Roy.Bhalobasha Keno Emon Hoy song lyrics written by Shovon Roy.
Bhalobasha Keno Emon Hoy Song details
Song: | Bhalobasha Keno Emon Hoy |
Singer: | Mahtim Shakib |
Lyrics: | Prosenjit Ojha |
Music: | Shovon Roy |
Bhalobasha Keno Emon Hoy Lyrics In Bengali
ভালোবাসা কেন
এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায়না কোনদিন
ভালোবাসা কেন
এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায় না কোনোদিন
হৃদয়ের টান
ছুটে চলে যেন নদী
সব কিছু পেয়েও
না পাওয়ার এক ব্যাধি – ২
ভালোবাসা কেন
এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায় না কোনদিন
বুকের ভেতর অচেনা ব্যথায়
ভারি থাকে দিনরাত
মনেতো পড়েনা কেউ কোনদিন
করেছে আঘাত – ২
দিন যত যায় ততই যেন
বাড়তে থাকে ঋণ
ও.. দিন যত যায় ততই যেন
বাড়তে থাকে ঋণ
ভালোবাসা কেন এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায়না কোনদিন