Ami Mantro Tantro Kichhui Janine Ma Lyrics by Pannalal Bhattacharya is the latest Bangla song with music also given by Chitta Roy.Ami Mantro Tantro Kichhui Janine Ma song lyrics written by Kamalakanta.

ami-mantra-tantra-kichui-jani-ne-ma-lyrics

Ami Mantro Tantro Kichhui Janine Ma Song Details

Song: Ami Mantro Tantro Kichhui Janine Ma
Singer: Pannalal Bhattacharya
Lyrics: Kamalakanta
Music: Chitta Roy

Ami Mantro Tantro Kichhui Janine Ma Lyrics

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা
শুধু যা জেনেছি সেটুক হলো এই
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

যদি তোর ও মন্দিরের দ্বারে
তোমার লাগি কাঁদি অঝর ধারে
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়
সেই সে অশ্রুতেই
তবু আমার কাছে আসবি নে তোর
এমন সাধ্য নেই
ও মা তোর এমন সাধ্য নেই
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

জানি আমার অনেক আছে দোষ
তবু মাগো তোমায় ভালোবাসি
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই
তোমারই ওই ভুবনমোহন হাসি

আমি যা করি মা সবই তোমার কাজ
আমার আমার বলতে লাগে লাজ
যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরনতলাতে
তবে চিরজীবন রইবি দূরে এমন সাধ্য নেই
ও মা তোর এমন সাধ্য নেই

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা
শুধু যা জেনেছি সেটুক হলো এই
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

Ami Mantro Tantro Kichhui Janine Ma Music Video

Share your love