Amar Raat Jaga Tara Lyrics from Antaheen is the latest Bangla song sung by Anindya Chatterjee with music also given by Anindya Chatterjee.Amar Raat Jaga Tara song lyrics written by Chandril Bhattacharya.
Amar Raat Jaga Tara Song Details
Song: | Amar Raat Jaga Tara |
Movie: | Antaheen |
Singer: | Anindya Chatterjee |
Lyrics: | Chandril Bhattacharya |
Music: | Anindya Chatterjee |
Amar Raat Jaga Tara Lyrics
আমার ভিনদেশী তারা
একা রাতেরি আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি (x2)
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগেনা ধুলো
আমার দু’মুঠো চাল-চুলো (x2)
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি (x2)
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী… (x2)