Amar Ei Poth Chawatei Anondo Lyrics by Soma Bodhak is the latest Bangla song with lyrics written by Rabindranath Tagore.
Amar Ei Poth Chawatei Anondo Song details
Song: | Amar Ei Poth Chawatei Anondo |
Singer: | Soma Bodhak |
Lyrics: | Rabindranath Tagore |
Amar Ei Poth Chawatei Anondo Lyrics In Bengali
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কারা এই সমুখ দিয়ে
আসে যায় খবর নিয়ে
কারা এই সমুখ দিয়ে
আসে যায় খবর নিয়ে
খুশি রই আপন মনে বাতাস বহে
বাতাস বহে সুমন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাবো দেখা
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাবো দেখা
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে
ভেসে আসে সুগন্ধ ..
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ