Akash Chhnuye Asi Lyrics by Mekhla Dasgupta is the latest Bangla song with music also given by Banikantha Saha.Akash Chhnuye Asi song lyrics written by Sohodeb Saha.

akash-chhnuye-asi-lyrics-mekhla-dasgupta

Akash Chhnuye Asi Song Details

Song: Akash Chhnuye Asi
Singer: Mekhla Dasgupta
Lyrics: Sohodeb Saha
Music: Banikantha Saha

Akash Chhnuye Asi Lyrics

চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি
চলো দেখি ঘাসের ঠোঁটে
শিশির কণার হাসি
চলো দেখি ঘাসের ঠোঁটে
শিশির কণার হাসি
চলো আবার
নতুন করে বলি ভালোবাসি
চলো আবার
নতুন করে বলি ভালোবাসি
চলো যাই আকাশ ছুঁয়ে আসি

এই বদ্ধ জীবন স্তব্ধ সময়
আর ভালো লাগে না
স্বপ্ন দেখার ইচ্ছে গুলো
আর মনে জাগে না ..
এই বদ্ধ জীবন স্তব্ধ সময়
আর ভালো লাগে না
স্বপ্ন দেখার ইচ্ছে গুলো
আর মনে জাগে না

হৃদয় কে ছোঁয় না হৃদয়
থেকেও পাশাপাশি
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি
চলো যাই আকাশ ছুঁয়ে আসি

সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে
লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে
সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে
লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে

সেই আগের মতো আছে তাড়া
আর তুমি বলো না
আমায় আরও কাছে পেতে
করো না ছলনা
সেই আগের মতো আছে তাড়া
আর তুমি বলো না
আমায় আরও কাছে পেতে
করোনা ছলনা

বলো না তুমি আমায়
গল্প রাশি রাশি ..
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি
চলো দেখি ঘাসের ঠোঁঠে
শিশির কণার হাসি
চলো আবার
নতুন করে বলি ভালোবাসি
চলো আবার
নতুন করে বলি ভালোবাসি

Akash Chhnuye Asi Music Video

Share your love