A Tumi Kemon Tumi song lyrics penned by Kabir Suman, music composed by Kabir Suman, and sung by Rupankar Bagchi from the movie Jaatishwar.


A Tumi Kemon Tumi song lyrics


Song A Tumi Kemon Tumi
Singer Rupankar Bagchi
Music Kabir Suman
Lyricst Kabir Suman
Movie Jaatishwar

A Tumi Kemon Tumi Lyrics

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।

জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন,
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।

কথা নয় নিরবতায় সজলতার আঁকর ভরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি,
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরণ,
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরণ।

ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো..

Watch A Tumi Kemon Tumi Song Video

A Tumi Kemon Tumi song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This A Tumi Kemon Tumi song is from this Jaatishwar movie.

Rupankar Bagchi is the singer of this A Tumi Kemon Tumi song.

This A Tumi Kemon Tumi Song lyrics is penned by Kabir Suman.

Share your love