Tor Moner Pinjiray song lyrics penned by Jisan Khan Shuvo, music composed by Ankur Mahamud, and sung by Jisan Khan Shuvo.
Song | Tor Moner Pinjiray |
Singer | Jisan Khan Shuvo |
Music | Ankur Mahamud |
Lyricst | Jisan Khan Shuvo |
Tor Moner Pinjiray Lyrics
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে পাষান বন্ধু হইলো না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন (x2) তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই কারে এতো করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকি, নিতে তোর খোঁজ (x2) জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ? এ ভরা জোছনায় তুই কার পাশে ? কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে (x2) তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই কারে এতো করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই কারে এতো করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই, নিতে তোর খোঁজ। (x2)
Watch Tor Moner Pinjiray Song Video
Tor Moner Pinjiray song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Jisan Khan Shuvo is the singer of this Tor Moner Pinjiray song.
This Tor Moner Pinjiray Song lyrics is penned by Jisan Khan Shuvo.