Tomar Ghore Bosot Kore song lyrics penned by Anirban Sur, music composed by Man D, and sung by Anirban Sur.
Song | Tomar Ghore Bosot Kore |
Singer | Anirban Sur |
Music | Man D |
Lyricst | Anirban Sur |
Tomar Ghore Bosot Kore Lyrics
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা। এক জনে ছবি আঁকে এক মনে, ও মন আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন (x2) ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা, সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা, তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা। এক জনে সুর তোলে এক তারে, ও মন আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন (x2) ও আবার বেসুরা সুর ধরে দেখ কোন জনা, কোন জনা, বেসুরা সুর ধরে দেখ কোন জনা, কোন জনা, তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা। রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম (x2) সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কজনা মন জান না তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।
Watch Tomar Ghore Bosot Kore Song Video
Tomar Ghore Bosot Kore song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Anirban Sur is the singer of this Tomar Ghore Bosot Kore song.
This Tomar Ghore Bosot Kore Song lyrics is penned by Anirban Sur.