Sei Tumi Keno Eto Ochena Hole song lyrics penned by Ayub Bachchu, music composed by Ayub Bachchu, and sung by Ayub Bachchu.
Song | Sei Tumi Keno Eto Ochena Hole |
Singer | Ayub Bachchu |
Music | Ayub Bachchu |
Lyricst | Ayub Bachchu |
Sei Tumi Keno Eto Ochena Hole Lyrics
সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চল বদলে যাই... তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি.. ক্ষমা করে দিও আমায়.. কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় যতবার ভেবেছি ভুলে যাবো তারও বেশি মনে পড়ে যায় ফেলে আশা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি
Watch Sei Tumi Keno Eto Ochena Hole Song Video
Sei Tumi Keno Eto Ochena Hole song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Ayub Bachchu is the singer of this Sei Tumi Keno Eto Ochena Hole song.
This Sei Tumi Keno Eto Ochena Hole Song lyrics is penned by Ayub Bachchu.