Pherari Mon song lyrics penned by Anindya Chatterjee, Chandril Bhattacharya , music composed by Shantanu Moitra, and sung by Shreya Ghoshal, Babul Supriyo from the movie Antaheen.
Song | Pherari Mon |
Singer | Shreya Ghoshal, Babul Supriyo |
Music | Shantanu Moitra |
Lyricst | Anindya Chatterjee, Chandril Bhattacharya |
movie | Antaheen |
Pherari Mon Lyrics
আলো আলো রং জমকালো চাঁদ, ধুয়ে যায় চেনাশোনা মুখ জানাশোনা হাত, ছুঁয়ে যায় ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান, রেখে যায় কিছু মিছু রাত পিছু পিছু টান, ডেকে যায় আজও আছে গোপন ফেরারী মন বেজে গেছে কখন সে টেলিফোন চেনাশোনা মুখ জানাশোনা হাত, রেখে যায় ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান, ডেকে যায় আজও আছে গোপন ফেরারী মন বেজে গেছে কখন সে টেলিফোন ছোট ছোট দিন আলাপে রঙিন, নুড়িরই মতন ছোট ছোট রাত চেনা মৌতাত, পলাশের বন...আহা অগোছালো ঘর, খড়কুটোময় চিলেকোঠা কোণ আহা হা আহা হা ছোট ছোট দিন আলাপে রঙিন, নুড়িরই মতন ছোট ছোট রাত চেনা মৌতাত, পলাশের বন...আহা অগোছালো ঘর, খড়কুটোময় চিলেকোঠা কোণ কথা ছিল হেঁটে যাব ছায়াপথ হুমম... হুমম... হুমম... হুমম... ফেরারী মন বেজে গেছে কখন সে টেলিফোন কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল আজও আছে গোপন ফেরারী মন বেজে গেছে কখন সে টেলিফোন গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল জোছনার জল ঝুরো ঝুরো কাঁচ, আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল...আহা ফুটপাতে ভিড়, জাহাজের ডাক ফিরে চলে যায় আহা হা আহা হা কথা ছিল হেঁটে যাব ছায়াপথ আজও আছে গোপন ফেরারী মন বেজে গেছে কখন সে টেলিফোন আলো আলো রং জমকালো চাঁদ, ধুয়ে যায় চেনাশোনা মুখ জানাশোনা হাত, ছুঁয়ে যায় আজও আছে গোপন ফেরারী মন বেজে গেছে কখন সে টেলিফোন বেজে গেছে কখন সে টেলিফোন...
Watch Pherari Mon Song Video
Pherari Mon song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Pherari Mon song is from this Antaheen movie.
Shreya Ghoshal, Babul Supriyo is the singer of this Pherari Mon song.
This Pherari Mon Song lyrics is penned by Anindya Chatterjee, Chandril Bhattacharya .