Opare Thakbo Ami song lyrics penned by Pulak Banerjee, music composed by Ajoy Das, and sung by Kishore Kumar from the movie Jibon Maran.
Song | Opare Thakbo Ami |
Singer | Kishore Kumar |
Music | Ajoy Das |
Lyricst | Pulak Banerjee |
Movie | Jibon Maran |
Opare Thakbo Ami Lyrics
ওপারে থাকবো আমি তুমি রইবে এপারে শুধু আমার দুচোখ ভরে দেখবো তোমারে (x2) পরবে যখন মালা আর চন্দন ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে। ওপারে থাকবো আমি তুমি রইবে এপারে শুধু আমার দুচোখ ভরে দেখবো তোমারে মন্ত্রে যখন এক হবে দুটি মন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে। ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙ্গে যাবে তার কুল তখন আমি গানের পাখি হবো দূর আকাশ পারে। ওপারে থাকবো আমি তুমি রইবে এপারে শুধু আমার দুচোখ ভরে দেখবো তোমারে দেখবো তোমারে...
Watch Opare Thakbo Ami Song Video
Opare Thakbo Ami song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Opare Thakbo Ami song is from this Jibon Maran movie.
Kishore Kumar is the singer of this Opare Thakbo Ami song.
This Opare Thakbo Ami Song lyrics is penned by Pulak Banerjee.