Nil Rong Chilo Vison Priyo song lyrics penned by Rupam Islam, music composed by Fossils, and sung by Rupam Islam.
Song | Nil Rong Chilo Vison Priyo |
Singer | Rupam Islam |
Music | Fossils |
Lyricst | Rupam Islam |
Nil Rong Chilo Vison Priyo Lyrics
সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয় সেদিনের মত কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময় নীল রঙ ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নীলিয়ে দিল মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রং এ মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাসেও বে-নীল ভেজাল ভেসে বেড়ায় আহা হা হা.. যেতে দাও সে দিনের মত আহা হা হা.. পেতে দাও সে দিনের ক্ষত আহা হা হা.. নীল শরীরে তোমায় ছোঁব আহা হা হা .. নীল সাগরে ভাসিয়ে দেব আহা হা হা.. যেখানে সব বেড়া ভেঙে যায় আহা হা হা.. সেই দূর পাহাড়ের নীলিমায় শুনি আজো সেই দূরের তলব বন্ধ ঘরের সেই পথের ঝলক পথের সীমায় পাথর ফলক দেয় ডাক ঝকঝকে রোদে কংক্রিট ভীড় করে আসে ছায়া দেয় বাঁধে নীড় অস্থির মন অজান্তে স্থির বলে আজ থাক নীল রঙ ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নীলিয়ে দিল মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রং এ মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাসেও বে-নীল ভেজাল ভেসে বেড়ায় আহা হা হা.. যেতে দাও সে দিনের মত আহা হা হা.. পেতে দাও সে দিনের ক্ষত আহা হা হা.. নীল শরীরে তোমায় ছোঁব আহা হা হা .. নীল সাগরে ভাসিয়ে দেব আহা হা হা.. যেখানে সব বেড়া ভেঙে যায় আহা হা হা.. সেই দূর পাহাড়ের নীলিমায় সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয় না না না..
Watch Nil Rong Chilo Vison Priyo Song Video
Nil Rong Chilo Vison Priyo song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Rupam Islam is the singer of this Nil Rong Chilo Vison Priyo song.
This Nil Rong Chilo Vison Priyo Song lyrics is penned by Rupam Islam.