Moner Guptochor song lyrics penned by Anindya Chatterjee, music composed by Anindya Chatterjee, and sung by Anindya Chatterjee from the movie Prakton.
Song | Moner Guptochor |
Singer | Anindya Chatterjee |
Music | Anindya Chatterjee |
Lyricst | Anindya Chatterjee |
Movie | Prakton |
Moner Guptochor Lyrics
আমার সাথে তোমার কথা নেই জানি তবু তোমার সাথে আমার কথা আছে তোমার পাশে আমার ছায়া নেই জানি তবু আমার ছায়া তোমার ধরে কাছে আমার প্রতি তোমার টান নেই জানি তাই আমার ঘরে তোমার টানাটানি তোমার দেশে আমার ভিসা নেই জানি তাই দেখা হলেই চূড়ান্ত সাবধানী জুটে গেছে সব কি অসম্ভব এই এখানে মুখের রেখা যায়না বোঝা এক্সপ্রেশন-এ হয়েছে যা হোক গরম চা হোক নেক্সট স্টেশন-এ জানি না কি ঘটবে যে এর পর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর তোমার ট্রেন-এ আমার টিকেট নেই জানি তাই আমার জন্য বরাদ্দ R.A.C আমার চোখে তোমার ছবি হারাই আমি তাই কপিকল এ প্রচন্ড পাইরেসি পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও বেবাক দর্শক মারছে শিটি হাত তালিও দুর্ঘটনা নিতান্তই কাকতালীয় জানিনা কি কপালে যে এর পর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর গান হাসি আড্ডা-আর এই কামরা সন পাপড়ি চা আর মিষ্টি পান মন টানলে এখনো হয় টেনশন আর চেন টানলে অবাক ইস্টিশন পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও বেবাক দর্শক মারছে শিটি হাত তালিও দুর্ঘটনা নিতান্তই কাকতালীয় জানিনা কি কপালে যে এর পর কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জানে মনের গুপ্তচর
Watch Moner Guptochor Song Video
Moner Guptochor song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Moner Guptochor song is from this Prakton movie.
Anindya Chatterjee is the singer of this Moner Guptochor song.
This Moner Guptochor Song lyrics is penned by Anindya Chatterjee.