Koto Je Sagar Nodi song lyrics penned by Pulak Banerjee, music composed by Arup Pranay, and sung by Kumar Sanu from the album Priyotama Mone Rekho.
Song | Koto Je Sagar Nodi |
Singer | Kumar Sanu |
Music | Arup Pranay |
Lyricst | Pulak Banerjee |
Album | Priyotama Mone Rekho |
Koto Je Sagar Nodi Lyrics
কত যে সাগর নদী, পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকেতো দেখিনি গো আর। (2) প্রিয়তমা, মনে রেখো, অণুপমা, মনে রেখো। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশ ফুল উড়ে যায় আঁচল যে ওড়ে এলো চুল (2) আলতা পায়ে, আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার.. অনেক দেখেছি তবু তোমার ও মুখখানি স্বাধ হয় দেখিগো আবার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকেতো দেখিনিগো আর প্রিয়তমা .. মনে রেখো, অণুপমা .. মনে রেখো। সোনায় সোনায় মোড়া নীল নীল'আকাশ শান্ত দিঘীর জলে খেলে রাজহাঁস (2) কাজলা চোখে মিষ্টি চাওয়ায় ছবি আঁকো প্রিয়া যে আমার.. অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে স্বাধ হয় দেখিগো আবার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকেতো দেখিনিগো আর। কত যে সাগর নদী, পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা, মনে রেখো, অণুপমা, মনে রেখো..
Watch Koto Je Sagar Nodi Song Video
Koto Je Sagar Nodi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Koto Je Sagar Nodi song is from this Priyotama Mone Rekho album.
Kumar Sanu is the singer of this Koto Je Sagar Nodi song.
This Koto Je Sagar Nodi Song lyrics is penned by Pulak Banerjee.