Ke Prothom Kache Esechi song lyrics penned by Pulak Banerjee, music composed by Sudhin Dasgupta, and sung by Manna Dey, Lata Mangeshkar from the movie Shankhabela.
Song | Ke Prothom Kache Esechi |
Singer | Manna Dey, Lata Mangeshkar |
Music | Sudhin Dasgupta |
Lyricst | Pulak Banerjee |
Movie | Shankhabela |
Ke Prothom Kache Esechi Lyrics
কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি তুমি না অমি ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না অমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি তুমি না অমি কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি শুরু হল কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হল কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি তুমি না অমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি তুমি না অমি
Watch Ke Prothom Kache Esechi Song Video
Ke Prothom Kache Esechi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ke Prothom Kache Esechi song is from this Shankhabela movie.
Manna Dey, Lata Mangeshkar is the singer of this Ke Prothom Kache Esechi song.
This Ke Prothom Kache Esechi Song lyrics is penned by Pulak Banerjee.