Kalo Jole Kuchla Tole song lyrics penned by Traditional, music composed by Tanmay Kar and Friends, and sung by Tanmay Kar and Friends.
Song | Kalo Jole Kuchla Tole |
Singer | Tanmay Kar and Friends |
Music | Tanmay Kar and Friends |
Lyricst | Traditional |
Kalo Jole Kuchla Tole Lyrics
মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ঐ ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা সিঁথা পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন লদীর ধারে চাষে বধূ, মিছাই করো আস ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারো মাস চিংড়ি মাছের ভিতর কড়া, তাই ঢালেছি ঘি আরে লিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কী চিংড়ি মাছের ভিতর কড়া, তাই ঢালেছি ঘি আরে লিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কী চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায় দেখি শামের বিবেচনা কার ঘরে সামায় কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ঐ ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা সিঁথা পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন কলি কলি ফুল ফুটেছে নীল-কালো আর সাদা আরে কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল-কালো আর সাদা আরে কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন লদীর ধারে চাষে বধূ, মিছাই করো আস ঝিরিহিরি বাঁকা লদী বইছে বারো মাস কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন আজ চার আনা, কাল চার আনা পাই যে দর্শন আজ চার আনা, কাল চার আনা
Watch Kalo Jole Kuchla Tole Song Video
Kalo Jole Kuchla Tole song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Tanmay Kar and Friends is the singer of this Kalo Jole Kuchla Tole song.
This Kalo Jole Kuchla Tole Song lyrics is penned by Traditional.