Haste Dekho Gaite Dekho song lyrics penned by Latiful Islam Shibli, music composed by LRB, and sung by Ayub Bachchu.


Haste Dekho Gaite Dekho song lyrics


Song Haste Dekho Gaite Dekho
Singer Ayub Bachchu
Music LRB
Lyricst Latiful Islam Shibli

Haste Dekho Gaite Dekho Lyrics

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।

Watch Haste Dekho Gaite Dekho Song Video

Haste Dekho Gaite Dekho song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Ayub Bachchu is the singer of this Haste Dekho Gaite Dekho song.

This Haste Dekho Gaite Dekho Song lyrics is penned by Latiful Islam Shibli.

Share your love