Gouri Elo song lyrics penned by Traditional, music composed by Shubert Bhattacharjee, and sung by Antara Nandy, Ankita Nandy from the album -.


Gouri Elo song lyrics


Song Gouri Elo
Singer Antara Nandy, Ankita Nandy
Music Shubert Bhattacharjee
Lyricst Traditional

Gouri Elo Lyrics

বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।

শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।

শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এলো, দেখে যা লো ..

দেখো সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
আরে সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি,
অসুরের টিক্কি ধরি
গলায় দিছে সাপ জড়াইয়া
বুকে মারছে খোঁচা।
কী দুগ্গী দেখলাম চাচা
কী ঠাকুর দেখলাম চাচী।

ওই যে এক তুম্ব্বা বদন
দাঁত দুইডা তার মূলার মতন,
কান দুইডা তার কুলার মতন
মাথা লেপা-পোঁছা।
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।

গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..

আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
পইরা আছে ঢাকাই শাড়ি,
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ফ্যাশন দেখায় ভারি।

আবার ময়ুরের পরে বসেন যিনি
এনার বড় চিকচিকানি,
ধুতি করছে কোঁচা ..
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।

গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..

সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে,
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা,
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
আর বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন,
জয় জয় বিজয়া গমন ...

হে, আইল আমার ভোলানাথ রে
আইল আমার কাশীনাথ,
আইল আমার তিন্নাথ,
আইল আমার ভোলানাথ রে
আইল আমার ভোলানাথ রে।

ভোলানাথের শিঙ্গায় বলে
বব বম, বব বম‌, দিদি দিম, দিম‌, দিম, দিম।

Watch Gouri Elo Song Video

Gouri Elo song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Antara Nandy, Ankita Nandy is the singer of this Gouri Elo song.

This Gouri Elo Song lyrics is penned by Traditional.

Share your love