Diner Sheshe Ghumer Deshe song lyrics penned by Rabindranath Tagore, music composed by Hemanta Mukherjee, and sung by Hemanta Mukherjee from the movie Anindita.
Song | Diner Sheshe Ghumer Deshe |
Singer | Hemanta Mukherjee |
Music | Hemanta Mukherjee |
Lyricst | Rabindranath Tagore |
Movie | Anindita |
Diner Sheshe Ghumer Deshe Lyrics
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা’পরা ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধার’মূলে কোন্ মায়া গেয়ে গেল কাজ’ভাঙানো গান, দিনের শেষে। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাটার টানে যাবো ওরে আজ ঘরছাড়া সন্ধ্যা আসে দিন যে চলে যায়, ওরে আয়.. আমায় নিয়ে যাবি কে রে দিন-শেষের শেষ খেয়ায়, ওরে আয়.. দিনের শেষে। সাঁজের বেলা ভাটার স্রোতে ও পার হতে একটানা একটি-দুটি যায় যে তরী ভেসে। কেমন করে চিনবো ওরে ওদের মাঝে কোন্খানা আমার ঘাটে ছিলো আমার দেশে, দিনের শেষে। ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে, পারে যারা যাবার গেছে পারে। ঘরেও নহে, পারেও নহে যে জন আছে মাঝখানে, সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে। ফুলের বাহার নেইকো যাহার ফসল যাহার ফললো না, অশ্রু যাহার ফেলতে হাসি পায়। দিনের আলো যার ফুরালো সাঁজের আলো জ্বলল না, সেই বসেছে ঘাটের কিনারায়, ওরে আয়.. আমায় নিয়ে যাবি কে রে দিন-শেষের শেষ খেয়ায়, ওরে আয়.. দিনের শেষে।
Watch Diner Sheshe Ghumer Deshe Song Video
Diner Sheshe Ghumer Deshe song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Diner Sheshe Ghumer Deshe song is from this Anindita movie.
Hemanta Mukherjee is the singer of this Diner Sheshe Ghumer Deshe song.
This Diner Sheshe Ghumer Deshe Song lyrics is penned by Rabindranath Tagore.