Dhaker Tale song lyrics penned by Priyo Chattopadhyay, music composed by Jeet Gannguli, and sung by Abhijeet Bhattacharya, Parinita, Sudipto from the movie Poran Jai Jolia Re.


Dhaker Tale song lyrics


Song Dhaker Tale
Singer Abhijeet Bhattacharya, Parinita, Sudipto
Music Jeet Gannguli
Lyricst Priyo Chattopadhyay
Movie Poran Jai Jolia Re

Dhaker Tale Lyrics

ঢাকের তালে কোমর দোলে
খুশীতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন। (x2)

মায়ের রুপে মন ভরে যায়
প্রনাম জানা ঐ রাঙা পায়
ওরে ধুনচি দু’হাতে নাচরে এখন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন

বল দূর্গা মায় কি - জয়..

আসবে আবার মা বছর পরে
দু’চোখ তবু হায় জলে ভরে
আসবে মা লক্ষ্মী ক’দিন পরে
মন যে তবু হায় কেমন করে

আমি জানাবো মাকে জানাবো
আজ আমার এ মনের আশা
যেন এ মনে, এই জীবনে
থাকে এমনই ভালোবাসা
মায়ের ভাসান হবে রে আজ
চলছে বরন আরতি নাচ
ঢাই কুরা কুর, ঢ্যাং কুরা কুর
তোলরে মাতন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন

আমি জানিনা, কেন জানিনা
আজ নিজেকে নতুন লাগে
মন সেজেছে, রং লেগেছে
এত খুশী দেখেনি আগে

আমি পেয়েছি, ফিরে পেয়েছি
কত দিনের পরে এই হাসি
তাই মনে হয়, শুধু মনে হয়
যেন এভাবে সুখে ভাসি

বরন শেষে সিঁদুর খেলা
থাকবে মনে বিদায় বেলা
আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন

বল দূর্গা মায় কি - জয়..

Watch Dhaker Tale Song Video

Dhaker Tale song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Dhaker Tale song is from this Poran Jai Jolia Re movie.

Abhijeet Bhattacharya, Parinita, Sudipto is the singer of this Dhaker Tale song.

This Dhaker Tale Song lyrics is penned by Priyo Chattopadhyay.

Share your love