Dariye Acho Tumi Amar Ganer Opare song lyrics penned by Rabindranath Thakur , music composed by Prattyush Bandyopadhyay, and sung by Subhamita Banerjee.
Song | Dariye Acho Tumi Amar Ganer Opare |
Singer | Subhamita Banerjee |
Music | Prattyush Bandyopadhyay |
Lyricst | Rabindranath Thakur |
Dariye Acho Tumi Amar Ganer Opare Lyrics
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী। এসো এসো পার হয়ে মোর হৃদয়- মাঝারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে। দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
Watch Dariye Acho Tumi Amar Ganer Opare Song Video
Dariye Acho Tumi Amar Ganer Opare song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Subhamita Banerjee is the singer of this Dariye Acho Tumi Amar Ganer Opare song.
This Dariye Acho Tumi Amar Ganer Opare Song lyrics is penned by Rabindranath Thakur .