Chal Rastay song lyrics penned by Srijato, music composed by Debojyoti Mishra, and sung by Shreya Ghoshal from the movie Autograph.
Song | Chal Rastay |
Singer | Shreya Ghoshal |
Music | Debojyoti Mishra |
Lyricst | Srijato |
movie | Autograph |
Chal Rastay Lyrics
চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম লাইন। প্রিয় বন্ধুর পাড়া নিঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায় মুখে যা খুশি বলুক রাত্তির, শুধূ চোখ থেকে চোখে দিক সায় পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনতো তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটোন তবু বারবার তোকে ডাক দিই, একি উপহার নাকি শাস্তি তবু বারবার তোকে ডাক দিই, একি উপহার নাকি শাস্তি আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর, তুই থারমোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
Watch Chal Rastay Song Video
Chal Rastay song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Chal Rastay song is from this Autograph movie.
Shreya Ghoshal is the singer of this Chal Rastay song.
This Chal Rastay Song lyrics is penned by Srijato.