Bondhu Tomay E Gaan Shonabo song lyrics penned by Anindya Chatterjee, music composed by Anindya Chatterjee, and sung by Anindya Chatterjee from the album Gadha.
Song | Bondhu Tomay E Gaan Shonabo |
Singer | Anindya Chatterjee |
Music | Anindya Chatterjee |
Lyricst | Anindya Chatterjee |
Album | Gadha |
Bondhu Tomay E Gaan Shonabo Lyrics
ছেঁড়া ঘুড়ি, রঙিন বল- এইটুকুই সম্বল আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেল বেলা বাজে বকা রাত্রিদিন Asterix, Tintin এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায় সে হাসি ছুটে যেতো গোধূলি মিছিলে সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে সে হাসি ছুটে যেতো গোধূলি মিছিলে সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় গল্পের মতো ইশকুল বাড়ি জমে ওঠা ক্ষত খেলবো না, আড়ি গল্পের মতো (গল্পের মতো) ইশকুল বাড়ি (ইশকুল বাড়িটা) জমে ওঠা ক্ষত (জমে জমে ওঠা ক্ষত) খেলবো না, আড়ি সে খেলা কানাগলি রোজ চুপিসারে এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে সে খেলা কানাগলি রোজ চুপিসারে এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বইমেলা ধূলো গার্গী, শ্রেয়সী চেনা মুখগুলো পরিচিত হাসি বইমেলা ধূলো (বইমেলা ধূলো) গার্গী, শ্রেয়সী (শুধু গার্গী, শ্রেয়সী) চেনা মুখগুলো (চেনা চেনা মুখগুলো) পরিচিত হাসি সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে সাহসী চুম্বন আজও পারে নি সে সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে সাহসী চুম্বন আজও পারে নি সে হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় ছেঁড়া ছবি, স্ফটিক জল- এইটুকুই সম্বল বাদ বাকী রোজ চলে যাওয়া বিকেল বেলায় একঘেয়ে কান্ত দিন, Calmpose, Aspirin যানজটে দেরী হয়ে গেলো বিকাল বেলায় মরা মাছের চোখ যায় যদ্দূরে শুকানো জলছবি আজও রোদ্দুরে মরা মাছের চোখ যায় যদ্দূরে শুকানো জলছবি আজও রোদ্দুরে হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো...
Watch Bondhu Tomay E Gaan Shonabo Song Video
Bondhu Tomay E Gaan Shonabo song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Bondhu Tomay E Gaan Shonabo song is from this Gadha album.
Anindya Chatterjee is the singer of this Bondhu Tomay E Gaan Shonabo song.
This Bondhu Tomay E Gaan Shonabo Song lyrics is penned by Anindya Chatterjee.