Aji Jhoro Jhoro song lyrics penned by Rabindranath Tagore, music composed by Amzad Hossain, and sung by Srabani Sen, Shwapnil Shojib.
Song | Aji Jhoro Jhoro |
Singer | Srabani Sen, Shwapnil Shojib |
Music | Amzad Hossain |
Lyricst | Rabindranath Tagore |
Aji Jhoro Jhoro Lyrics
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে জানি নে, জানি নে, কিছুতে কেন যে মন লাগে না। ঝরো ঝরো মুখর বাদল দিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায় (x2) ওই বলাকার পথখানি নিতে চিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। মেঘমল্লারে সারা দিনমান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান (x2) মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায়, মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে। আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। জানি নে, জানি নে, কিছুতে কেন যে মন লাগে না। ঝরো ঝরো মুখর বাদল দিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।
Watch Aji Jhoro Jhoro Song Video
Aji Jhoro Jhoro song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Srabani Sen, Shwapnil Shojib is the singer of this Aji Jhoro Jhoro song.
This Aji Jhoro Jhoro Song lyrics is penned by Rabindranath Tagore.